সিরাজগঞ্জের র্যাব-১২’র সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার পলাতক আসামী সুজন খাঁকে (২৮) গ্রেফতার করেছে। সে পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম গ্রামের নূর বক্সের ছেলে।
র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মোঃ আবুল হাসেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় বুধবার সন্ধ্যায় উল্লেখিত গ্রামে অভিযান চালানো হয়।
এ অভিযানে ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত সুজন অনিল কুমার সাহা ওরফে কার্তিক হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী এবং সে একই জেলার সাঁথিয়া উপজেলার আলমাস হত্যা মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুজনসহ ৭/৮ জনের একটি দল এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রসহ ঘোরাফেরা করে। এসব সন্ত্রাসীরা মাঝে মধ্যে দিনের বেলায় বাড়িতে আসে এবং রাতে বিলের পানিতে ভাসমান নৌকায় থাকে। এসব সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।